লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল দাবি করেছে, তারা ইরান সমর্থিত হিজবুল্লাহর ৬৫ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। রোববার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ১৭৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যেগুলো হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করত। তবে হিজবুল্লাহ এই দাবি নিয়ে এখনো মন্তব্য করেনি। এর আগে, হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালালেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। নেতানিয়াহু ইরানি এজেন্টদের দায়ী করেছেন।