ইসরায়েলি বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এতে ইসরায়েলের আট সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইগোজ ইউনিটের কমান্ডার ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার রয়েছেন। লেবাননের সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলায় ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষ বাড়তে থাকায় জাতিসংঘের মহাসচিব দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।