লালন ব্যান্ডের নতুন অ্যালবাম 'বাউলস অব বেঙ্গল' মুক্তি পেতে যাচ্ছে।
লালন ব্যান্ড, কিছুদিনের বিরতির পর, ১৭ অক্টোবর ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসে নতুন অ্যালবামটি প্রকাশ করছে। অ্যালবামে সাতটি গান থাকবে, যার মধ্যে লালন শাহর চারটি গান এবং রাধারমণ দত্ত, বিজয় সরকার, ও শাহ আবদুল করিমের একটি করে গান রয়েছে। দলের সদস্যরা জানান, এবারের অ্যালবামটি শিকড়ের প্রতি দায়বদ্ধতা থেকে তৈরি হয়েছে এবং আগামী মাসে কনসার্টে ফেরার প্রস্তুতি নিচ্ছে তারা।