রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, যদি কোনো অগ্রগতি হয়, তা জানানো হবে।