চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য পতন

news of bangla

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার নিজেদের ছন্দ হারিয়েছে। ৫ ম্যাচে মাত্র ২ জয় ও ৩ হারে তাদের অবস্থান ২৪তম। স্কোয়াডের সর্বোচ্চ মূল্য থাকা সত্ত্বেও (১৩৬ কোটি ইউরো), পারফরম্যান্সের বিচারে রিয়াল এখন সবচেয়ে বাজে দল। অর্থমূল্য এবং অবস্থানের পার্থক্যে তালিকায় দ্বিতীয় স্থানে আরবি লাইপজিগ, তৃতীয় পিএসজি এবং চতুর্থ ম্যানচেস্টার সিটি। সমর্থকদের জন্য এটি হতাশাজনক এক মৌসুম।