রণবীর কাপুরের নতুন লুক নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা, আসছেন ‘ধুম ৪’ এ!

newsofbangla

বলিউড অভিনেতা রণবীর কাপুর ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে অভিনয় করবেন, এমন আলোচনা চলছেই। সম্প্রতি তার নতুন লুক প্রকাশ পেয়েছে, যা দেখে ভক্তরা মুগ্ধ। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম সোশ্যাল মিডিয়ায় রণবীরের স্লিক চুল ও কালো শার্ট পরিহিত ছবিগুলো শেয়ার করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “ধুম ম্যান ইজ হিয়ার”। রণবীরকে শেষ দেখা গেছে ‘অ্যানিমাল’ সিনেমায়, যা ব্লকবাস্টার হয়েছে।