রাজবাড়ীর গোয়ালন্দে 'ভুয়া রিক্রুটিং এজেন্সি' খুলে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ খান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে যৌথবাহিনী। সে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে ‘এরাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড জব প্রসেসিং’ নামে একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা চালায়। রিয়াদ খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।