সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুলাহ আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের চার দিনের রিমান্ডও মঞ্জুর করেছে আদালত।