বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন, দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটেনি। তিনি বলেন, শেখ হাসিনা একাত্তরের একটি বয়ান তৈরি করে ক্ষমতায় টিকে আছেন এবং এতে ভারতীয় আধিপত্যবাদের ভূমিকা রয়েছে। বাঙালি মুসলমানের সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটানোর পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটানোর প্রয়োজন রয়েছে। জাতীয় জাদুঘরে ‘স্বৈরাচারের ১৬ বছর’ শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।