মার্কো কুর্তোর ১০ ম্যাচের নিষেধাজ্ঞা: বর্ণবাদী আচরণের জন্য শাস্তি

newsofbangla

দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি চ্যানের প্রতি বর্ণবাদী আচরণের জন্য ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। তাকে সামাজিক সেবামূলক কাজ, ফিফা অনুমোদিত সংস্থায় ট্রেনিং এবং শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে কোমো ও উলভারহ্যাম্পটনের ম্যাচে কুর্তোর অশালীন মন্তব্যের কারণে সংঘর্ষ ঘটে। ফিফার তদন্তের পর এই শাস্তি ঘোষণা করা হয়, তবে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত কার্যকর থাকবে।