মার্কার হাতে সর্বকালের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন মেসি

newsofbangla

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ও সর্বোচ্চ শিরোপা জয়ী ফুটবলারের পুরস্কার দিয়েছে। জাতীয় দলের জন্য মেসির প্রতি অনেকের অভিযোগ থাকলেও, কোপা আমেরিকার ফাইনালে তার অশ্রুভরা চোখ ফুটবল ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। বার্সেলোনায় এক যুগের বেশি সময় কাটানো মেসি ক্লাবটির হয়ে জিতেছেন ৩৪টি শিরোপা, আর ক্যারিয়ারে ৪৬টি ব্যক্তিগত ও ৫৬টি দলগত শিরোপা অর্জন করেছেন।