মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে সমালোচনার জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেও ফ্যাসিস্টের দোসর হিসেবে সমালোচিত হওয়ায় বিস্মিত হয়েছেন। শাহবাগ আন্দোলন, ভারতীয় দালাল ও স্বাধীন মতপ্রকাশের বিষয়ে তার অবস্থানও স্পষ্ট করেন। ফারুকী জানান, উপদেষ্টা হিসেবে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে তার দায়িত্ব পালন করে যাবেন।