ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ মনে করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের সরকারের তুলনায় খারাপ করছে বা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ৪৪.৭% উত্তরদাতা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে সরকার ব্যর্থ। অর্থনীতিবিদরা বলছেন, সরবরাহ চেইন ও প্রাকৃতিক দুর্যোগ সমস্যার মূল কারণ।