মন্দিরের উপর আজমির দরগাহ নির্মাণের দাবিতে মামলা, পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর

news of bangla

ভারতের রাজস্থানের আজমিরে খওয়াজা মৈনুদ্দিন চিশতির দরগাহকে একটি শিব মন্দিরের উপর নির্মাণের দাবি তুলে হিন্দু সেনা সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা আদালতে মামলা দায়ের করেছেন। তিনি ১৯১১ সালে প্রকাশিত এক বইয়ের উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন যে, দরগাহটি আসলে একটি হিন্দু মন্দিরের উপর নির্মিত হয়েছে। তবে দরগাহ কমিটি ও সৈয়দ নাসিরুদ্দিন চিশতি এই দাবি খারিজ করে দিয়েছেন, যা নিয়ে আগামী ২০ ডিসেম্বর শুনানি হবে।