সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। পল্লবী থানার পুলিশ জানায়, তিনি বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর সুমন ফেসবুকে জানান, আদালতে দেখা করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেককে গ্রেপ্তার করেছে।