বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না। এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে দাম নির্ধারণ করবে। রবিবার এক সেমিনারে তিনি বলেন, বিগত সরকারের সময় গ্যাস অনুসন্ধানে আগ্রহ ছিল না, জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। তিনি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলেও দরপত্রের মাধ্যমে আসতে হবে বলেও উল্লেখ করেন।