**বাংলাদেশ থেকে পালানোর চেষ্টায় বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক আটক**
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকেলে আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়। গাজীপুরের কাশিমপুরে বসবাসকারী এই দুই চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং ও ইয়াং জিংয়ের বিরুদ্ধে গত আগস্টে স্থানীয় এক নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।