বাংলাদেশে মাত্র ছয়টি দৈনিক পত্রিকা নিয়মিত আয়কর প্রদান করে, যা ৫৮৪টি দৈনিক পত্রিকার মাত্র ১%। ২০২৩-২৪ অর্থবছরে ২৮টি পত্রিকা রিটার্ন জমা দিলেও ২২টি করযোগ্য আয় দেখাতে পারেনি। পত্রিকাগুলোর ওপর করপোরেট করের হার ২৭.৫% এবং নিউজপ্রিন্ট আমদানিতে উচ্চ শুল্ক তাদের জন্য বড় আর্থিক বোঝা। কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি জানালেও তা এখনও বাস্তবায়িত হয়নি।