বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা ‘আংশিক মুক্ত’: ফ্রিডম হাউসের প্রতিবেদন

news of bangla

ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ ‘আংশিক মুক্ত’ বলে উল্লেখ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। ২০২৪ সালের ফ্রিডম অন দ্য নেট প্রতিবেদনে বাংলাদেশকে ১০০-এর মধ্যে ৪০ পয়েন্ট দেওয়া হয়েছে, যা ইন্টারনেট স্বাধীনতার ক্রমহ্রাসের ইঙ্গিত দেয়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভারত এগিয়ে রয়েছে। বাংলাদেশের পয়েন্ট আগের বছর ছিল ৪১, যা এ বছর কমে ৪০-এ নেমেছে।