বাংলাদেশ থেকে গত ১৫ বছরে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে একটি শ্বেতপত্রে উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে দেশের অর্থনৈতিক অবস্থা এবং অর্থ পাচারের বিষয়ে বিস্তারিত উঠে আসে। সোমবার শ্বেতপত্রের আনুষ্ঠানিক প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।