ঢাকার চকবাজারে ব্যবসায়ী নজরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

news of bangla

রাজধানীর পুরান ঢাকা চকবাজার থানার পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ছোট ভাই জানান, গত সোমবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তার কলেজপড়ুয়া ছেলে সুমিত বাসায় গিয়ে বাবার লাশ উদ্ধার করেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত নজরুল ইসলাম ব্যবসায়ী এবং এক পুত্রসহ পরিবার নিয়ে পোস্তায় ভাড়া থাকতেন।