আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মরণপণ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে শত্রুকে পরাজিত করে স্বাধীনতা অর্জনের দিন। জাতি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মুক্তিযুদ্ধের শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের। রাজধানীসহ সারা দেশে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিজয়ের উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।