বাংলাদেশ ব্যাংক, হাইকোর্টের নির্দেশে বেক্সিমকো গ্রুপের জন্য রিসিভার নিয়োগ করেছে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের এই গ্রুপের ঋণ ও পাচার অর্থ উদ্ধার প্রক্রিয়া নিয়েও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে নগদের কার্যক্রমেও ফোরেনসিক নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে অর্থ উদ্ধারে নিয়োগের পরিকল্পনা করছে।