লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার পর তাকে বদলি করা হয় বলে অভিযোগ। রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তাপসী ফেসবুকে লিখেছিলেন, 'রিসেট বাটনে ক্লিক করে দেশের অতীত মুছে ফেলেছেন।' তিনি বলেন, যদি চাকরি হারাতে হয়, তাও স্বীকার করবেন। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।