ফেনীতে চোরাচালানবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে এক কোটি ২ লাখ সাড়ে ৩৩ হাজার টাকার ভারতীয় অবৈধ মালামাল ও মদ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় বিজিবির অভিযানে এসব মালামাল উদ্ধার হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামাল ফেনী কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।