ফিফা দ্য বেস্ট ২০২৪ মনোনয়ন: মেসিসহ ১১ ফুটবলার

news of bangla

ফিফা দ্য বেস্ট ২০২৪-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, রদ্রি ও ভিনিসিয়ুস জুনিয়রসহ ১১ ফুটবলার। বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচ, গোলকিপার, একাদশ ও সেরা গোলের জন্যও মনোনয়ন প্রকাশিত হয়েছে। ভোটাভুটিতে ৭৫% অবদান থাকবে সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সংবাদমাধ্যমের, বাকি ২৫% দর্শকের। ভোট দেওয়া যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বর্ষসেরা কোচের তালিকায় আছেন গার্দিওলা, স্কালোনি, আনচেলত্তি, দে লা ফুয়েন্তে ও জাবি আলোনসো।