প্রয়াত হলেন অভিনেতা-কমেডিয়ান অতুল পারচুরে

newsofbangla

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান অতুল পারচুরে। সোমবার, ৫৭ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। দুর্দান্ত কমিক টাইমিংয়ের জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি “দ্য কপিল শর্মা শো”তে অভিনেত্রী সুমনা চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। কয়েক মাস আগে ৫ সেন্টিমিটার টিউমার শনাক্ত হওয়ার পর ক্যানসারের খবরটি প্রকাশ্যে আসে।অতুল পারচুরে টেলিভিশন শোয়ের পাশাপাশি মারাঠি এবং হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন। “যম হ্যায় হাম” ও “বাড়ি দূর সে আয়ে হ্যায়” সহ তার অভিনীত চরিত্রগুলোতে সবসময় বাস্তবতার ছোঁয়া ছিল। তিনি “খাট্টা মিঠা”, “অল দ্য বেস্ট”, ও “আওয়ারাপন” এর মতো বিখ্যাত সিনেমাতেও অভিনয় করেছেন।