পিরোজপুর সদরের কদমতলা এলাকায় একটি প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে। বুধবার মধ্যরাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে একজন দম্পতি ও তাদের দুই সন্তান, এবং আরও এক দম্পতি ও তাদের দুই সন্তান অন্তর্ভুক্ত। তারা কুয়াকাটা থেকে ফিরছিলেন। স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।