ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) 'সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩' প্রতিবেদনে প্রকাশ, দেশে ২০২৩ সালে প্রায় ৭১% পরিবার দুর্নীতির শিকার হয়েছে। পাসপোর্ট সেবায় দুর্নীতি সর্বাধিক হলেও, বিচারিক সেবা, ভূমি, ব্যাংকিং, বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায় ঘুষ নেওয়ার ঘটনা বেশি। প্রতি পরিবার গড়ে ৫,৬৮০ টাকা ঘুষ দিয়েছে। জাতীয় পর্যায়ে ঘুষের পরিমাণ প্রায় ১০,৯০২ কোটি টাকা। টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং জবাবদিহিতার ওপর জোর দিয়েছে।