প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় করপোরেট সিন্ডিকেট বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে তারা। বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার অভিযোগ করেছেন, করপোরেট সিন্ডিকেট প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করছে। ১০ দফা দাবিতে ফিড সিন্ডিকেট বন্ধ, ন্যায্যমূল্য নিশ্চিত, ভর্তুকি ও ঋণ সুবিধা, এবং করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে।