বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আবারও প্রতিবাদের প্রতীক হিসেবে ফেসবুক প্রোফাইল লাল করেছেন। সোমবার রাতে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লিখেন, "শেষ হয়নি যুদ্ধ"। এছাড়া, আকিজ গ্রুপের বশির উদ্দিন ও নির্মাতা ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করায় চট্টগ্রামে প্রতিবাদ সভা পণ্ড হয় এবং পাঁচজনকে আটক করা হয়।