অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্নিয়ের পদচ্যুত

news of bangla

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন তার বিপক্ষে ভোট দেন। বিতর্কিত বাজেট বিল বিশেষ ক্ষমতাবলে পাস করায় সমালোচনার মুখে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব আনে। ১৯৬২ সালের পর প্রথমবার এ ধরনের ঘটনা ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। বার্নিয়ের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত।