অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র, সায়েদুর রহমান স্বাস্থ্য ও এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ে সহযোগিতা করবেন। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও পেয়েছেন। এছাড়া, এদিন তিন নতুন উপদেষ্টাও অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন।