হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপাকে পড়ছেন দিনমজুররা। শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের দিনগুলোতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।