বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত নীরব ছিল। বুধবার ঢাকায় ভারতের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল-সমাবেশে তিনি মোদি সরকারকেও হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সাথে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাকে বিচারের দাবি জানান অপর্ণা।