ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে। বুধবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর পরীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইয়াজ আল রিয়াদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দাবির পর অন্তর্বর্তী সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্রলীগ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।