নিরাপত্তা হুমকির কারণে শুটিং কমালেন সালমান খান

newsofbangla

বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকে একের পর এক হুমকির মুখে পড়ছেন সালমান খান। লরেন্স বিষ্ণোইদের নিশানায় থাকা সালমান চুক্তির কারণে ‘বিগ বস ১৮’ সঞ্চালনা করছেন, তবে পরিস্থিতি বিবেচনায় শুটিং কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ ছবিতে ক্যামিও চরিত্রে কাজ করার কথা থাকলেও, হুমকির কারণে তিনি ছবিটি থেকে সরে এসেছেন এবং আপাতত নতুন কোনো শুটিংও করছেন না।