গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অবিরাম হামলার প্রেক্ষাপটে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সাথে তুলনা করেছেন এবং তাকে ‘শয়তানের পুত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। সম্প্রতি নিকারাগুয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ৪২,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে।