দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার ঘাট থেকে ৬৫৩ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে প্রথম যাত্রা করে ‘বার আউলিয়া’। তবে টেকনাফ রুটে নিরাপত্তা সংকটের কারণে আপাতত কক্সবাজার থেকে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।