বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে জানুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে। তারুণ্যনির্ভর দলটি নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে এ উদ্যোগ। ইতোমধ্যে ২০টি থানায় কমিটি গঠন করা হয়েছে, যা নতুন দল প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।