বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণের নতুন নীতিমালা ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। নিয়মে খেলাপি ঋণের বিপরীতে উচ্চ প্রভিশন সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ঋণের কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ব্যাংকের মুনাফা কমবে এবং বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সামষ্টিক অর্থনীতিতে স্থবিরতা এবং মন্দার সম্ভাবনার কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ও ব্যাংকাররা। ব্যবসায়িক সংগঠনগুলো এই নিয়মের পুনর্বিবেচনা দাবি করেছে।