ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম। রবিবার রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের পর সোমবার ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫৮ জন এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।