নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম আজ এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। মামুনুলের আইনজীবী দাবি করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাদী মামুনুলকে তাঁর বৈধ স্বামী হিসেবে স্বীকার করেছেন।