“দেশে কি কোনও সংবিধান আছে?” রুমিন ফারহানার উদ্বেগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলোচনায়

newsofbangla

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সংবিধান: ক্ষমতার না জনতার' আলোচনায় রুমিন ফারহানা বলেন, বর্তমান বাংলাদেশে কার্যকরী সংবিধান নেই। তিনি প্রশ্ন করেন, "অন্তর্বর্তী সরকার কীভাবে শপথ নিচ্ছে যদি সংবিধান না থাকে?" তিনি রাষ্ট্র ও ধর্মের আলাদা থাকার গুরুত্ব তুলে ধরেন এবং রাষ্ট্রধর্ম ইসলাম থাকা সত্ত্বেও ধর্মনিরপেক্ষতার মূলনীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। রুমিন ফারহানা জানান, আগামী প্রজন্মের জন্য সংবিধান সংশোধন বা নতুন করে লেখার প্রয়োজনীয়তা নিয়ে গণভোট হওয়া উচিত। আলোচনায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।