শফিকুল ইসলাম (৩০) তিন মাস আগে প্রথম স্ত্রী পারভীন খাতুনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরেও দেনমোহরের টাকা পরিশোধ করেননি। দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় ফকিরপাড়া গ্রামে তাঁর বরযাত্রীর গাড়ি থামিয়ে হামলা করে পারভীনের স্বজনেরা। এতে শফিকুলসহ তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দুই পক্ষকে থানায় নিয়ে আসে। পরে বিষয়টি মীমাংসা করে শফিকুলকে ছেড়ে দেওয়া হয়।