দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শনের সময় তিনি বলেন, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে সংখ্যালঘুদের ওপর যেসব সহিংসতা হয়েছে, তার বিচার হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।