বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে বাংলাদেশ। ভারতের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা বাংলাদেশের পতাকা ও মর্যাদায় আঘাত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সম্প্রসারণবাদ চালালে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি তুলবে বাংলাদেশ। এই বক্তব্য তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রদান করেন।