বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আবু তাহের এ রায় দেন।মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, বাকিরা আগেই অব্যাহতি পেয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। ২০০৮ সালে দায়ের হওয়া এই মামলায় ১৫৮ কোটি টাকার ক্ষতির অভিযোগ আনা হয়েছিল।