দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব আল হাসান। তিনি আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন। বিসিবির নির্বাচক হান্নান সরকার সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার বিদায়ী ম্যাচ নিয়ে আশা প্রকাশ করেছেন। নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে সাকিব ঢাকায় ফিরছেন এবং ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।