জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় তারেক রহমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে জনগণের আস্থা ধরে রাখার অনুরোধ জানান। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। রুগ্ণ রাজনীতি অর্থনীতিকেও দুর্বল করে। প্রশাসন ও বাজার সিন্ডিকেট সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তায় অন্তর্বর্তী সরকারের সফলতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।